গিলা১ [ gilā১. ] বি. চ্যাপটা ও মসৃণ লতাফলবিশেষ।
[দেশি]।
গিলা-করা বিণ. গিলার সাহায্যে কুঞ্চিত করা হয়েছে এমন (গিলা-করা পাঞ্জাবি)।
গিলা ২, গেলা [ gilā, gēlā ] ক্রি.
১. গলাধঃকরণ করা (ট্যাবলেট গেলা);
২. পান করা (জল গেলা);
৩. সেবন করা (গাদা গাদা ওষুধ গেলা) ;
৪. (মন্দার্থে) খাওয়া (গাণ্ডেপিণ্ডে গেলা, এখন এই ভাতগুলো গেলো)।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
[সং. √গৃ (গিলনে) + বাং. আ]।
গিলানো, গেলানো ক্রি.
১. গলাধঃকরণ করানো ;
২. পান করানো;
৩. সেবন করানো;
৪. খাওয়ানো।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
Leave a Reply