গিরি১ [ giri ] আচরণ, বৃত্তি ইত্যাদি বোধক প্রত্যয়বিশেষ (কেরানিগিরি, বাবুগিরি)।
[ফা. গর্ > গরী > বাং. গিরি]।
গিরি২ [ giri ] বি.
১. পর্বত, পাহাড়;
২. দশনামী সম্প্রদায়ের তান্ত্রিকবিশেষ।
[সং. √গৃ+ ই]।
গিরিকন্দর, গিরিগহ্বর, গিরিগুহা বি. পর্বতের গুহা।
গিরিকুমারী, গিরিজা বি. হিমালয়কন্যা দুর্গাদেবী, উমা, পার্বতী।
গিরিজায়া বি. হিমালয়পত্নী, উমার জননী মেনকা।
গিরিতল বি. পর্বতের নিম্নদেশ; পর্বতপৃষ্ঠ।
গিরিদরী বি. পর্বতগুহা।
গিরিদুর্গ বি. পাহাড়ের উপর নির্মিত দুর্গ; পর্বতরূপ দুর্গ।
গিরিনন্দিনী গিরিকুমারী -র অনুরূপ।
গিরিপথ বি. পর্বতের মধ্য দিয়ে পথ।
গিরিবর বি. শ্রেষ্ঠ পর্বত, হিমালয়।
গিরিবর্ত্ম বি. গিরিপথ -এর অনুরূপ।
গিরিমল্লিকা বি. কুড়চি গাছ বা তার ফুল।
গিরিমাটি বি. গৈরিক বা গেরি মাটি।
গিরিরাজ বি. হিমালয়।
গিরিরানি বি. গিরিজায়া -র অনুরূপ।
গিরিশৃঙ্গ বি. পর্বতের চূড়া, শৈলশিখর।
গিরিসংকট বি. পর্বতশ্রেণির মধ্যস্হ সংকীর্ণ নিম্নভূমি যা পথরূপে ব্যবহৃত হয়।
Leave a Reply