হস্ত [ hasta ] বি.
১ হাত, কর, পাণি; বাহু, ভুজ;
২ কনুই অথবা বগল থেকে আঙুলের ডগা পর্যন্ত দেহাংশ;
৩ চব্বিশ অঙ্গুলি বা প্রায় আঠারো ইঞ্চি পরিমাণ দৈর্ঘ্যের মাপবিশেষ;
৪ হাতির শুঁড়।
[সং. √ হস্ + তন্]।
হস্তকৌশল বি. হাত চালাবার কায়দা, হাতের কায়দা।
হস্তক্ষেপ,হস্তক্ষেপণ বি. হাত দেওয়া; কোনো কাজে অংশগ্রহণ বা বাধাদান (অন্যের কাজে বা অধিকারে হস্তক্ষেপ)।
হস্তগত বিণ. অধিকৃত, দখলীকৃত, করায়ত্ত।
হস্তগ্রাহ্য বিণ. হস্তদ্বারা গ্রহণযোগ্য বা স্পর্শনসাধ্য।
হস্তচ্যুত বিণ. ১ হাতছাড়া, অধিকারচ্যুত, বেদখল; ২ হাত থেকে পড়ে গিয়েছে এমন।
হস্তধারণ বি. হাত ধরা।
হস্তরেখা বি. করতলের রেখা।
হস্তলাঘব বি. হাতসাফাই; হাতের নৈপুণ্য।
হস্তলিখিত বিণ. হাতে লেখা অর্থাত্ মুদ্রিত নয়।
হস্তলিপি,হস্তলেখ বি. হাতের লেখা।
হস্তাক্ষর বি. হাতের লেখার ছাঁদ; হাতের লেখা।
হস্তান্তর বি. অন্য লোকের অধিকারভুক্ত হওয়া; হাতবদল (জমির হস্তান্তর)।
হস্তান্তরিত বিণ. অন্যের অধিকারে গেছে এমন; অন্য লোককে প্রদত্ত।
হস্তাবলেপ বি.
১ হাত বুলানো;
২ (বিরল) হস্তসঞ্চালনের দ্বারা গর্বপ্রকাশ।
হস্তামলক বি.
১ করতলস্হিত আমলকী;
২ (আল.) সম্পূর্ণ আয়ত্ত বস্তু বা সহজে আয়ত্ত হয় এমন বস্তু;
৩ শংকরাচার্যকৃত বেদান্তগ্রন্হবিশেষ।
হস্তার্পণ বি. হস্তক্ষেপ -এর অনুরূপ।
Leave a Reply