হাঁক, হাঁই হুঁই [ hān̐ka, hām̐i hum̐i ] বি.
১ উচ্চরবে ডাক (হাঁক দেওয়া, ‘হাঁই হুঁই ছেড়ে ছোটে বাহকেরা’);
২ হুঙ্কার (হাঁক ছাড়া)।
[সং. হুঙ্কার]।
হাঁক পাড়া ক্রি. বি. চিত্কার করে ডাক দেওয়া।
হাঁকডাক বি.
১ ক্রমাগত হাঁক;
২ আস্ফালনসূচক চিত্কার;
৩ ক্ষমতা ও ঐশ্বর্যের খ্যাতি;
৪ প্রভাব-প্রতিপত্তি (গ্রামে ওদের হাঁক়ডাক খুব)।
Leave a Reply