হাঁকা১ [ hān̐kā ] ক্রি.
১ হাঁক দেওয়া; উচ্চস্বরে বা আস্ফালনপূর্বক বলা বা ঘোষণা করা (‘হাঁকে বীর শির নাহি’: নজরুল);
২ দাবি করা (দর হাঁকা)।
[হাঁক দ্র]।
হাঁকা২ [ hān̐kā ] ক্রি. হাঁকানো।
হাঁকানো ক্রি.
১ হাঁকড়ানো-র সমস্ত অর্থে (গাড়ি হাঁকিয়ে চলা);
২ দর্পভরে তাড়ানো (ভিখারিকে হাঁকিয়ে দেওয়া)।
☐ বি. উক্ত সব অর্থে।
Leave a Reply