হাফ [ hāpha ] বিণ.
১ অর্ধ, অর্ধেক (হাফ-হাতা);
২ হ্রস্ব, খাটো (হাফ-শার্ট)।
[ইং. half]।
হাফআখড়াই বি. আখড়াই অপেক্ষা স্বল্পকালস্থায়ী সংগীতের বৈঠকবিশেষ।
হাফগেরস্ত বি. বিণ. ভদ্রপল্লির কাছাকাছি বাসকারী ভদ্রবেশী বেশ্যা।
হাফটিকিট বি. (অল্পবয়স্কদের জন্য) অর্ধেক দামের টিকিট।
হাফডে, হাফহলিডে বি. কর্মস্থানে বা বিদ্যালয়ে আংশিক কাজ বা আংশিক ছুটি।
Leave a Reply