হর্ষ [ harṣa ] বি.
১ আনন্দ, পুলক;
২ উদ্ভেদ, উদগম, খাড়া হওয়া বা শিহরন (লোমহর্ষ)।
[সং. √ হৃষ্ + অ]।
হর্ষণ বি. হর্ষ।
☐ বিণ. ১ হর্ষজনক; ২ শিউরে বা খাড়া করে তোলে এমন (লোমহর্ষণ)।
হর্ষান্বিত, হর্ষাবিষ্ট, হর্ষিত বিণ. আনন্দিত; তোষিত; আমোদিত।
হর্ষোদয় বি. আনন্দের সঞ্চার।
Leave a Reply