হরিত্, হরিত [ harit, harita ] বি.
১ সবুজ বর্ণ;
২ সূর্যের অশ্ব।
☐ বিণ. সবুজবর্ণবিশিষ্ট।
[সং. √ হৃ + ইত্, ইত]।
হরিতাশ্ম (-শ্মন্) বি.
১ (সবুজবর্ণ বলে) মরকত মণি;
২ তুঁতে।
হরিদশ্ব বি. (সবুজ ঘোড়ায় টানা রথে চড়েন বলে) সূর্য।
হরিদ্বর্ণ বিণ. হরিত্ বর্ণযুক্ত।
Leave a Reply