হর১ [ hara ] বি.
১ সংহারকর্তা শিব (হরধনু);
২ (গণি.) ভাজক বা বিভাজক অঙ্ক, denominator.
☐ বিণ.
১ সংহারকারী;
২ হরণকারী;
৩ অপনোদক (তাপহর);
৪ আকর্ষক (মনোহর)।
[সং. √ হৃ + অ]।
হরগৌরী বি. শিব ও দুর্গা; এক মূর্তিতে শিব ও দুর্গার প্রকাশ, অর্ধনারীশ্বরমূর্তি।
হরধনু বি. শিবের ধনুক।
হর হর বম বম শৈবদের ধ্বনিবিশেষ।
হরা বিণ. (স্ত্রী.) নাশিকা, অপনোদনকারিণী (দুঃখহরা)।
হর২ [ hara ] বিণ.
১ প্রত্যেক (হররোজ);
২ বিবিধ, নানা (হরকিসিম)।
[ফা.]।
হরঘড়ি, হরদম ক্রি-বিণ. সর্বদা, অনবরত।
হরবোলা বি.
১ যে বহু বিভিন্ন বুলি বলে বা বলতে পারে;
২ যে পশুপাখির ডাক নকল করতে পারে।
হরহামেশা ক্রি-বিণ. সর্বদা, সবসময়।
Leave a Reply