হস্তী [ hastī ] বি. শুঁড়বিশিষ্ট অতিকায় নিরামিষাশী জন্তুবিশেষ, হাতি, গজ, করী, মাতঙ্গ।
[সং. হস্ত + ইন্]।
স্ত্রী. হস্তিনী।
হস্তীদন্ত বি. হাতির দাঁত।
হস্তিপ, হস্তীপক বি. হস্তীপালক, মাহুত।
হস্তীমদ বি. হাতি খেপলে তার গণ্ডদেশ শুঁড় ইত্যাদি থেকে যে জল ক্ষরিত হয়।
হস্তীমূর্খ বিণ. আকাট মূর্খ।
হস্তীশালা বি. হাতির আস্তাবল, পিলখানা।
হস্ত্যশ্ব বি. হাতি ও ঘোড়া।
হস্ত্যজীব বি. হাতিব্যবসায়ী; হস্তীপালক, হাতি শিকারি।
হস্ত্যায়ুর্বেদ বি. হাতির চিকিত্সা সম্বন্ধীয় শাস্ত্র।
হস্ত্যারোহ বি.
১ হাতির পিঠে আরোহী ব্যক্তি;
২ মাহুত।
হস্ত্যারোহী (-হিন্) বিণ. হাতির পিঠে আরূঢ়।
Leave a Reply