হাকিম [ hākima ] বি.
১ বিচারপতি;
২ শাসনকর্তা;
৩ (মূলত) ইউনানি চিকিত্সক, বৈদ্য।
[আ. হকীম]।
হাকিম নড়ো তো হুকুম নড়ে না — হুকুম বা আদেশ দিয়ে বিচারক অন্যত্র চলে গেলেও তার হুকুমের পরিবর্তন অসম্ভব, তা পালন করতেই হবে।
হাকিমি বি. বিচারকের বৃত্তি বা পদ; ইউনানি চিকিত্সা।
☐ বিণ. বিচার বা বিচারক সম্বন্ধীয়; চিকিত্সা বা চিকিত্সকসম্বন্ধীয।
Leave a Reply