হাজা [ hājā ] ক্রি.
১ জলে ভিজে নষ্ট হওয়া;
২ জলকাদায় পচা বা ক্ষত হওয়া।
☐ বি.
১ জলে ভিজে পচন;
২ অতিবৃষ্টি বা জলপ্লাবনাদির ফলে শস্যের পচন (হাজাশুখা);
৩ মাত্রাতিরিক্ত জল ঘাঁটবার ফলে হাত-পায়ের আঙুলের ক্ষতরোগবিশেষ।
☐ বিণ.
১ হেজে গিয়েছে এমন;
২ পাঁকে ঢাকা পড়েছে বা বুজে গিয়েছে এমন (হাজামজা পুকুর)।
[দেশি]।
হাজামজা বিণ. হেজে গেছে এবং অব্যবহার্য হয়েছে এমন।
Leave a Reply