হুংকার [ huṅkāra ] বি. হুম্-শব্দ; গর্জন; সিংহনাদ।
[সং. হুম্ + √ কৃ + অ]।
হুংকার ছাড়া, হুংকার দেওয়া ক্রি. বি. গর্জন করা।
হুংকারা ক্রি. (কাব্যে) গর্জন করা।
হুংকারিত বিণ. হুংকারপূর্ণ; গর্জনধ্বনিতে পূর্ণ।
হুংকৃত বিণ. গর্জিত। ☐ বি. গর্জন।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply