হৃত্ [ hṛt ] (-হৃদ্) বি.
১ হৃদয়; মন, অন্তঃকরণ;
২ বক্ষস্হল; বুকের ভিতরের অংশ।
[সং.]।
হৃৎকমল বি. হৃদয়রূপ পদ্ম।
হৃৎকম্প বি. হৃত্পিণ়্ডের স্পন্দন; ভয়াদিজনিত হৃত্পিণ্ডের বৃদ্ধিপ্রাপ্ত স্পন্দনবেগ (দুঃসংবাদ শুনে হৃত্কম্প)।
হৃদগত বিণ. মনোগত (হৃদ্-গত অভিলাষ)।
হৃৎপিণ্ড, হৃদযন্ত্র বি. বুকের মধ্যে স্পন্দনশীল রক্তসঞ্চালক যন্ত্র, heart.
হৃদরোগ বি. বুকের ব্যাধি (হৃদরোগে আক্রান্ত)।
হৃদস্পন্দন বি. হৃত্পিণ্ডের স্বাভাবিক গতি বা চলন।
হৃদ্বোধ বি. ধারণা।
Leave a Reply