হিম [ hima ] বি.
১ শীতঋতু (হিমাগম);
২ তুষার (হিমপাত);
৩ শীতল স্পর্শ, শৈত্য (হিমে টেকা দায়);
৪ শিশির।
☐ বিণ. শীতল, ঠাণ়্ডা (হিমবাত)।
[সং. হিম + অ]।
হিমকর বি. (শীতল কিরণবিশিষ্ট বলে) চন্দ্র।
হিমগিরি, হিমবান (-বত্), হিমশৈল বি. (সর্বদা তুষারাবৃত থাকে বলে) ভারতের উত্তর সীমানায় অবস্হিত জগদ্বিখ্যাত পর্বতশ্রেণী, হিমালয়।
হিমপাত বি. তুষারপতন।
হিমবাহ বি. পর্বতগাত্র বেয়ে নিম্নদিকে ধীরে প্রবহমাণ তুষারস্রোত, glacier (বি. প.); তুষার-ঝটিকা।
হিমমণ্ডল বি. দুই মেরুর সন্নিহিত ক্ষীণতম সূর্যালোকবিশিষ্ট ভূভাগ, frigid zone (বি. প.)।
হিমরেখা বি. পর্বতাদির যে রেখার উপরিস্হিত অংশ সর্বদা তুষারাবৃত থাকে, snow-line (বি. প.)।
হিমশিম বি. অত্যধিক পরিশ্রমে ক্লান্ত হওয়ার ভাব, হয়রান অবস্হা (হিমশিম খাওয়া)।
হিমশিলা বি. তুষার, করকা।
হিমশীতল বিণ. তুষারের মতো ঠাণ্ডা।
হিমসাগর বি.
১ তুষার সমুদ্র;
২ (আল.) প্রবল শৈত্য;
৩ এক জাতের উত্কৃষ্ট আম;
৪ মাথা ঠাণ্ডা রাখে এমন কবিরাজি তেলবিশেষ।
হিমাংশু বি. (শীতল কিরণবিশিষ্ট বলে) চন্দ্র।
হিমাগম বি. হেমন্তকাল; শীতঋতু।
হিমাঙ্গ বিণ. তাপশূন্য দেহযুক্ত।
☐ বি. তাপহীন বা প্রাণহীন দেহ।
হিমাচল বি.
১ হিমালয় পর্বত;
২ পাঞ্জাবের উত্তরপূর্বস্হ প্রদেশ।
হিমাদ্রি বি. হিমালয়-পর্বতশ্রেণি।
হিমানি বি. তুষারপুঞ্জ, বরফ।
হিমালয় দ্র হিমগিরি।
হিমালয় নন্দিনী বি. দুর্গাদেবী।
হিমেল বিণ. হিমশীতল; অত্যন্ত ঠাণ্ডা (হিমেল হাওয়া)।
Leave a Reply