হিত [ hita ] বি. উপকার, কল্যাণ।
☐ বিণ. কল্যাণকর, উপকারী।
[সং. ধা + ত]।
হিতকথা বি. যে-কথা মানলে উপকার হয়; সদুপদেশ।
হিতকর বিণ. মঙ্গলজনক, উপকারী। স্ত্রী. হিতকরী।
হিতকারী (-রিন্) বিণ. বি. মঙ্গলকারী, উপকারক।
স্ত্রী. হিতকারিণী।
হিতবাদী (-দিন্) বিণ. হিতকথা বলে এমন, সদুপদেশক।
হিতসাধন বি. কল্যাণ বা উপকার করা।
হিতাকাঙ্ক্ষী (-ঙ্ক্ষিন্), হিতার্থী (র্থিন্) বিণ. বি. হিতকামনাকারী।
হিতাহিত বি. উপকার ও অপকার।
হিতাহিত জ্ঞান বি. ভালোমন্দবোধ, কীসে উপকার এবং কীসে ক্ষতি হবে সে সম্বন্ধে চেতনা।
হিতৈষণা, হিতৈষা, হিতৈষিতা বি. হিতসাধন করবার ইচ্ছা।
হিতৈষী (-ষিন্) বিণ. হিতসাধনে ইচ্ছুক।
স্ত্রী. হিতৈষিণী।
হিতোপদেশ বি. কল্যাণকর উপদেশ।
হিতোপদেষ্টা (-ষ্টৃ) বিণ. কল্যাণকর উপদেশ দেয় এমন।
Leave a Reply