হাসি [ hāsi ] বি.
১ দুই ঠোঁট প্রসারিত করে এবং কখনো কখনো দাঁত বার করে খুশির প্রকাশ, হাস্য;
২ উপহাস (হাসির পাত্র)।
[সং. হাস + বাং. ই (স্বার্থে)]।
হাসিকান্না বি. হাস্য ও ক্রন্দন; হাসি ও কান্নার মিশ্রিত ভাব।
হাসিখুশি বিণ. হাসিতে ও আনন্দে পূর্ণ।
হাসিঠাট্টা, হাসিতামাশা বি. সরস উপহাস, রঙ্গরসিকতা; হাসি-টিঁটকারি।
হাসিমুখ বি. সহাস্য বদন, হাসিপূর্ণ মুখ। হাসিহাসি বিণ. হাসির ভাবযুক্ত, প্রফুল্ল।
Leave a Reply