হাস্য [ hāsya ] বি. হাসি। [সং. √ হস্ + য]।
হাস্যকর, হাস্যজনক বিণ. হাসির উদ্রেককারী, মজাদার; উপহাসের যোগ্য বা অযৌক্তিক (হাস্যকর যুক্তি বা চেষ্টা)।
হাস্যকৌতুক,হাস্যপরিহাস বি. হাসিঠাট্টা; রসিকতা; ব্যঙ্গ ও বিদ্রুপ।
হাস্যময় বিণ. হাসিপূর্ণ; হাসিমাখা, সহাস্য।
স্ত্রী. হাস্যময়ী।
হাস্যরস বি. হাসি কৌতুক বা রসিকতা; হাসি বা কৌতুক জনিত রস।
হাস্যরসিক বিণ. পরিহাসপটু, রসিকতায় দক্ষ।
☐ বি. হাস্যরসাত্মক লেখক বা অভিনেতা।
হাস্যালাপ বি. হাস্যোদ্রেককারী আলাপ-আলোচনা, সরস কথাবার্তা।
হাস্যাস্পদ বিণ. হাসিবিদ্রুপের পাত্র।
হাস্যোদ্দীপক বিণ. হাসায় বা হাস্যরসের সৃষ্টি করে এমন।
Leave a Reply