হিংসা [ hiṃsā ] বি.
১ বধ (প্রাণীহিংসা); হনন; হত্যা;
২ হত্যা করার প্রবৃত্তি (‘হিংসায় উন্মত্ত পৃথ্বী’: রবীন্দ্র);
৩ অপকার, ক্ষতি;
৪ (বাং.) ঈর্ষা; পরশ্রীকাতরতা।
[সং. √ হিন্স্ + অ + আ]।
হিংসালু বিণ.
১ হিংসা করে এমন, হিংসাশীল;
২ ঘাতক;
৩ অপকারক।
হিংসাত্মক বিণ. হিংসার প্রবৃত্তি বা আচরণবিশিষ্ট (হিংসাত্মক আক্রমণ বা ক্রিয়াকলাপ)।
হিংসাশ্রয়ী বিণ. মারমুখো, হিংস্র আক্রমণে প্রবৃত্ত (হিংসাশ্রয়ী জনতা)।
হিংসিত বিণ.
১ হিংসার বিষয়ীভূত;
২ হত, বিনাশিত।
হিংস্য বিণ.
১ হিংসাযোগ্য;
২ বধ্য।
Leave a Reply