হল১ [ hala১ ] বি. সোনার প্রলেপ বা সোনালি প্রলেপ; গিলটি।
[আ.]।
হল২ [ hala২ ] বি. বড়ো ঘর।
[ইং. hall]।
হল৩ [ hala৩ ] বি. লাঙল।
[সং. √ হল্ + অ]।
হলকর্ষণ, হলচালনা, হলচালন বি. লাঙল দিয়ে জমি চাষ।
হলধর, হলভৃত্, হলী (-লিন্) বি.
১ কৃষক;
২ কৃষ্ণের আগ্রজ বলরাম।
হলায়ুধ বি.
১ বলরাম;
২ স্মৃতিশাস্ত্রের সুপ্রসিদ্ধ গ্রন্হকার।
হল্য বিণ.
১ হলসম্বন্ধীয়;
২ কর্ষণযোগ্য।
হল্৪, হস্ [ hal৪, has ] বি. পাণিনি-ব্যাকরণে ব্যঞ্জনবর্ণের সাংকেতিক নাম।
হলন্ত, হসন্ত বি.
১ ব্যঞ্জনবর্ণ;
২ (বাং.) ব্যঞ্জনবর্ণের চিহ্নবিশেষ (্)।
☐ বিণ.
১ ব্যঞ্জনান্ত;
২ ব্যঞ্জনচিহ্নযুক্ত, হস্চিহ্নযুক্ত।
Leave a Reply