হাওয়া [ hāōẏā ] বি.
১ বাতাস (ভোরের হাওয়া);
২ জলবায়ু, climate (হাওয়াবদল);
৩ (আল.) সংসর্গ, প্রভাব (কারও হাওয়া গায়ে লাগা);
৪ গতি, অবস্হা (কালের হাওয়া, দেশের হাওয়া)।
[আ. হবা]।
হাওয়াগাড়ি বি. মোটরগাড়ি।
হাওয়া দেওয়া, হাওয়া হওয়া ক্রি. বি. (কৌতু.) চম্পট দেওয়া; পালিয়ে যাওয়া।
Leave a Reply