হদ্দ [ hadda ] বি. সীমা (তু. বেহদ্দ =সীমাহীন); এলাকা (হদ্দের বাইরে যাওয়া)।
☐ বিণ.
১ চরম, চূড়ান্ত (হদ্দ মজা);
২ অনধিক, মোট (হদ্দ চার কাঠা)।
[আ. হদ্দ্]।
হদ্দমুদ্দ ক্রি-বিণ. যথাসাধ্য; বড়োজোর, খুব বেশি হলে।
☐ বিণ. প্রচণ্ড (হদ্দমুদ্দ লড়াই)।
হদ্দ হওয়া ক্রি. বি. অত্যন্ত ক্লান্ত বা জেরবার হওয়া (খুঁজতে খুঁজতে হদ্দ হওয়া)।
Leave a Reply