হটা, হঠা [ haṭā, haṭhā ] ক্রি.
১ সরে যাওয়া, অপসৃত হওয়া; পশ্চাত্পদ হওয়া (হটে যাওয়া, পিছু হঠা);
২ নিরস্ত হওয়া; হেরে যাওয়া।
☐ বি. উক্ত সমস্ত অর্থে।
[সং. √ হঠ্]।
হটানো ক্রি. সরিয়ে দেওয়া; পশ্চাত্পদ করা; নিরস্ত করা; পরাজিত করা।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
Leave a Reply