হীন [ hīna ] বিণ.
১ বিরহিত, শূন্য (পিতৃহীন, ভাগ্যহীন, তৃপ্তিহীন);
২ নীচ, অধম, হেয়, ঘৃণার্হ (হীন চরিত্র, ‘নহি কভু হীন’);
৩ দুর্দশাগ্রস্ত, দীন, দরিদ্র (হীনাবস্হা);
৪ অত্যধিক নতভাব-যুক্ত (হীনভাবে আবেদন);
৫ ক্ষীণ, হ্রাসপ্রাপ্ত (হীনবল, হীনপ্রভ)।
[সং. √ হা + ত]।
স্ত্রী. হীনা।
হীনতা বি. (‘স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়’, দাসত্বের হীনতা)।
হীনপ্রাণ বিণ. সংকীর্ণচেতা; মুমূর্ষু; অল্পজীবী।
স্ত্রী. হীনপ্রাণা।
হীনমন্যতা বি. নিজের সম্পর্কে হীনতাবোধ, inferiority complex.
হীনযান বি. বৌদ্ধধর্মের প্রাচীন শাখা; পালি ত্রিপিটকে বর্ণিত বৌদ্ধমত (তু. মহাযান)।
হীনাবস্হ বিণ. দুর্দশাগ্রস্ত, দরিদ্র, দীন।
Leave a Reply