হেলা১ [ hēlā১ ] ক্রি. ঝোঁকা, নড়া, একপাশে নত হওয়া।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
[তু. হি. √ হিল্না]।
হেলন১ বি. হেলে পড়া; হেলে থাকা অবস্হ়া।
হেলান (উচ্চা. হ্যালান্) বি. হেলে অবস্হ়ান; ঠেসান (হেলান দেওয়া)।
হেলানো ক্রি. ঝোঁকানো; এক পাশে নোয়ানো।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
হেলা২ [ hēlā২ ] বি.
১ অবজ্ঞা, ঘৃণা, অশ্রদ্ধা;
২ অক্লেশ, অবলীলা (‘হেলায় লঙ্কা করিল জয়’: দ্বিজেন্দ্র)।
[সং. √ হেড়্ + অ + আ]।
হেলন২ বি. অবহেলা করা; অবজ্ঞা।
হেলাফেলা বি. তুচ্ছ-তাচ্ছিল্য (‘করিস নে আর হেলাফেলা’)।
Leave a Reply