হৃষ্ট [ hṛṣṭa ] বিণ.
১ মনে আনন্দ হয়েছে এমন, হর্ষান্বিত, প্রফুল্ল, প্রীত, পুলকিত, খুশি;
২ রোমাঞ্চিত।
[সং. √ হৃষ্ + ত]।
স্ত্রী. হৃষ্টা।
হৃষ্টি বি. হর্ষ, আনন্দ, প্রফুল্লতা।
হৃষ্টচিত্ত বিণ. ১ আনন্দিত হৃদয়বিশিষ্ট; ২ খোশমেজাজ।
হৃষ্টপুষ্ট বিণ. প্রফুল্ল ও মোটামোটা; মানসিক ও শারীরিক সুস্হতাপূর্ণ।
Leave a Reply