হ্লাদ, হ্লাদন [ hlāda, hlādana ] বি. আহ্লাদ, হর্ষ, আনন্দ।
[সং. √ হ্লাদ্ + অ, অন]।
হ্লাদিত বিণ. আহ্লাদিত।
হ্লাদী (-দিন্) বিণ. আহ্লাদযুক্ত, সহর্ষ; আহ্লাদজনক, আনন্দদায়ক।
হ্লাদিনী বিণ. (স্ত্রী.) আহ্লাদযুক্তা, আনন্দদায়িনী (হ্লাদিনী মূর্তি)।
☐ বি. ১ (বৈ. শা.) যে-স্বরূপশক্তির বলে ভগবান নিজে আনন্দিত হন এবং অপর সকলকেও আনন্দিত করেন;
২ শ্রীরাধিকা।
Leave a Reply