স্মৃতি [ smṛti ] বি.
১. মনে মনে বিগত বিষয়ের পুনরাবৃত্তি বা জ্ঞান, স্মরণ, ধ্যান;
২. স্মরণশক্তি;
৩. স্মারকচিহ্ন;
৪. বেদবিহিত ধর্মানুযায়ী প্রণীত ধর্মশাস্ত্র; মনু-যাজ্ঞ বল্ক্য ইত্যাদির কৃত ধর্মসংহিতা।
[সং. √ স্মৃ + তি]।
স্মৃতিকথা বি. স্মৃতির সাহায্যে বর্ণিত অতীত কাহিনি।
স্মৃতিকর্তা (-র্তৃ), স্মৃতিকার বিণ. স্মৃতিশাস্ত্ররচয়িতা।
স্মৃতিচারণা বি. স্মৃতির বিষয়ীভূত ব্যক্তি বা ঘটনার বর্ণনা।
স্মৃতিচিহ্ন বি. স্মারকচিহ্ন।
স্মৃতিপট বি. পুরোনো বিষয়ের স্মৃতি।
স্মৃতিপথ বি. স্মরণরূপ পথ, স্মরণ।
স্মৃতিবার্ষিকী বি. বত্সরান্তে ঠিক একই দিনে মৃত ব্যক্তি বা বিগত ঘটনাদির স্মরণে অনুষ্ঠিত সভা।
স্মৃতিবিভ্রম বি. স্মরণশক্তির বিপর্যয়, বিস্মরণ।
স্মৃতিবিরুদ্ধ বিণ. ধর্মশাস্ত্রের বিরোধী।
স্মৃতিভাণ্ডার বি.
১. স্মৃতিরক্ষাকল্পে চাঁদা-সংগ্রহ বা ফাণ্ড;
২. স্মরণ করে রাখা বিষয়সমূহ।
স্মৃতিভ্রংশ, স্মৃতিলোপ, স্মৃতিহানি বি. স্মরণশক্তিলোপ।
স্মৃতিভ্রষ্ট বিণ. বিস্মৃত।
স্মৃতিমান (-মত্) বিণ. প্রভূত স্মরণশক্তিসম্পন্ন।
স্মৃতিরক্ষা বি. মৃত ব্যক্তি বা বিগত কোনো ঘটনাকে চিরস্মরণীয় করে রাখবার ব্যবস্হা।
স্মৃতিরোমন্হন বি. মনে মনে বিগত বা অতীত বিষয় বা বস্তুকে নিয়ে চিন্তা।
স্মৃতিশক্তি বি. স্মরণ করবার বা মনে রাখবার ক্ষমতা।
স্মৃতিশাস্ত্র বি. মনু-প্রণীত ধর্মসংহিতা।
Leave a Reply