স্মরণ [ smaraṇa ] বি.
১. মনে মনে বিগত বিষয়াদির চিন্তা অনুভব বা আলোড়ন (পুরোনো কথা স্মরণ করে কষ্ট পায়);
২. স্মৃতি;
৩. ধ্যান (দুর্গানাম স্মরণ করা);
৪. মনে মনে (পরের) আগমন কামনা (মহারাজ আমাকে স্মরণ করেছেন)।
[সং. √ স্মৃ + অন]।
স্মরণশক্তি বি. মনে রাখবার ক্ষমতা।
স্মরণাতীত বিণ. এমনই প্রাচীন যে কেউই স্মরণ করতে পারে না।
স্মরণার্থ ক্রি-বিণ. স্মরণ করিয়ে দেবার জন্য।
স্মরণার্হ, স্মরণীয়, স্মর্তব্য বিণ. স্মরণযোগ্য (স্মরণীয় দিবস ঘটনা বা ব্যক্তি)।
স্মরণিক বিণ. স্মৃতি রক্ষা করে এমন, memorial (স্মরণিক স্তম্ভ) (স. প.)।
Leave a Reply