সংগত [ saṅgata ] বিণ.
১. অনুমত, অনুযায়ী (ন্যায়সংগত, যুক্তিসংগত);
২. উচিত, উপযুক্ত, সমীচীন (সংগত কথা, সংগত পরামর্শ, সংগত মনে করা);
৩. (বিরল) মিলিত (কারও সঙ্গে সংগত হওয়া)।
☐ বি. (উচ্চা. সংগত্);
১. গানের সঙ্গে বাজনার মিল;
২. গানের সঙ্গে সংগতিযুক্ত বাজনা।
[সং. সম্ + √ গম্ + ত]।
Leave a Reply