শঙ্খ [ śaṅkha ] বি.
১. বৃহদাকার শামূকজাতীয় সামুদ্রিক প্রাণীবিশেষ, শাঁখ, কম্বু;
২. মাঙ্গলিক অনুষ্ঠানাদিতে বাদিত শঙ্খের খোলা;
৩. প্রাচীন রণবাদ্যবিশেষ;
৪. শঙ্খনির্মিত বলয়বিশেষ, শাঁখা।
☐ বি. বিণ. লক্ষ কোটি সংখ্যা বা সংখ্যক।
[সং. √ শম্ + খ]।
শঙ্খকার বি. শাঁখের গহনা ও জিনিসপত্র নির্মাতা, শাঁখারি, শঙ্খব্যবসায়ী।
শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী (-রিন্) বি. বিষ্ণু, নারায়ণ।
শঙ্খচিল বি. সাদাবুক চিলবিশেষ।
শঙ্খচূড় বি. অতি বিষধর ও বড়ো সাপবিশেষ, king cobra.
শঙ্খচূর্ণী বি. সধবা নারীর প্রেত, শাঁকচুন্নি।
শঙ্খধ্বনি, শঙ্খনাদ বি. শাঁখ বাজাবার শব্দ।
শঙ্খবণিক বি. শাঁখারি, শঙ্খব্যবসায়ী সম্প্রদায়।
শঙ্খবলয় বি. শাঁখের বালা, শাঁখা।
শঙ্খবিষ বি. সেঁকোবিষ।
Leave a Reply