শুকনো [ śukanō ] বিণ.
১. শুষ্ক (শুকনো জামা);
২. রসহীন, মাধুর্যহীন (শুকনো চেহারা);
৩. মলিন, বিষণ্ণ (শুকনো মুখ);
৪. অসার, ফাঁকা (শুকনো কথা)।
[সং. শুষ্ক]।
শুকনো কথায় চিঁড়ে ভেজে না (আল.) কেবল মুখের কথায় কাজ উদ্ধার হয় না।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply