শমন [ śamana ] বি.
১. মৃত্যুর দেবতা যম;
২. প্রশমন, শান্তি সম্পাদন, শান্ত বা সংযত করা;
৩. শান্তি;
৪. দমন;
৫. যজ্ঞার্থ পশুবধ।
[সং. √ শম্ + ণিচ্ + অন]।
শমনদ্বার, শমনসদন, শমনভবন বি. যমালয়।
শমনীয় বিণ.
১. প্রশমনযোগ্য;
২. নিবারণীয়;
৩. দমনযোগ্য বা বিনাশযোগ্য।
Leave a Reply