শাঁস [ śām̐sa ] বি.
১. ফলাদির ভিতরের সারভাগ;
২. ফলের আঁটির বা বীজের ভিতরের নরম অংশ;
৩. সারপদার্থ (মগজে শাঁস নেই)।
[< সং. শস্য]।
শাঁসালো বিণ.
১. শাঁসযুক্ত (শাঁসালো ফল);
২. সারবান, সারবস্তু আছে এমন;
৩. (আল.) অর্থশালী (শাঁসালো লোক)।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply