শখ [ śakha ] বি.
১. আগ্রহ মনের ঝোঁক (ছবি আঁকার শখ);
২. পছন্দ, সাধ, খেয়াল (শখের জিনিস);
৩. চিত্তবিনোদনের অভিপ্রায় (শখ করে বিদেশে যাওয়া)।
[আ. শৌক]।
শখশৌখিনতা বি. মনের ঝোঁক, খেয়াল এবং বিলাসিতা।
শখের থিয়েটার বি. অপেশাদারি এবং নাটকাভিনয়ের প্রতি ভালোবাসার জন্য সংগঠিত থিয়েটার।
Leave a Reply