লাইন [ lāina ] বি.
১. রেখা (লাইন টানা);
২. নিজ নিজ পালা বা ক্রমের জন্য অপেক্ষামাণ মানুষের সারি (টিকিটের লাইন, রেশনের লাইন);
৩. শ্রেণি (ফুলগাছের লাইন);
৪. লৌহপথ (রেলের লাইন, ট্রামের লাইন);
৫. পথ, ধারা (ঠিক লাইন ধরে এগোনো);
৬. (কৌতু. বা আল.) কৌশলপূর্ণ উপায় (লাইন জানা থাকলে কাজটা উদ্ধার হতে পারে)।
[ইং. line]।
Leave a Reply