লঙ্ঘন [ laṅghana ] বি.
১. ডিঙ্গিয়ে যাওয়া, অতিক্রম (সমুদ্রলঙ্ঘন);
২. পালন না করা, অগ্রাহ্য বা অমান্য করা (আইনলঙ্ঘন, মর্যাদালঙ্ঘন);
৩. উপবাস (লঙ্ঘন দেওয়া)।
[সং. √ লন্ঘ + অন]।
লঙ্ঘনীয় বিণ. লঙ্ঘন করার যোগ্য।
লঙ্ঘিত বিণ. লঙ্ঘন করা হয়েছে এমন (আদেশ লঙ্ঘিত হয়নি)।
Leave a Reply