ভালোবাসা [ bhālō-bāsā ] ক্রি.
১. প্রণয়যুক্ত বা প্রেমযুক্ত হওয়া;
২. অনুরাগী হওয়া (গান ভালোবাসে);
৩. স্নেহ করা বা প্রীতিভাবাপন্ন হওয়া (ভাইবোনকে ভালোবাসে);
৪. শ্রদ্ধা করা, ভক্তি করা;
৫. আসক্ত বা আকৃষ্ট হওয়া;
৬. পছন্দ করা (তুমি কি আম ভালোবাসো?)।
বি. প্রণয়, প্রেম; অনুরাগ; স্নেহ-প্রীতি; শ্রদ্ধা, ভক্তি; আসক্তি; টান, পছন্দ।
[বাং. ভালো + বাসা৩]।
Leave a Reply