ভালোমানুষ [ bhālō-mānuṣa ] বি.
১. সত্ ও নিরীহ লোক (তাঁর মতো ভালোমানুষকেও এত দুর্ভোগ ভূগতে হল?);
২. গোবেচারা ধরনের লোক (নিতান্তই ভালোমানুষ)।
[বাং. ভালো + মানুষ]।
ভালোমানুষ সাজা ক্রি. বি. ভালোমানুষির ভানকরা।
ভালোমানুষি করা ক্রি. বি. নিরীহ লোকের মতো আচরণ করা।
Leave a Reply