ভাবা [ bhābā ] ক্রি.
১. চিন্তা করা (কী ভাবছ:);
২. দুশ্চিন্তা করা (অত ভেবে কী হবে?);
৩. বিচার-বিবেচনা করা (একটু ভেবে দেখি);
৪. সংকল্প করা (চাকরিটা ছাড়ব ভেবেছি);
৫. অনুমান করা (ভবাছি বৃষ্টি হবে কি না);
৬. গণ্য করা (পণ্ডিত ভাবা);
৭. উদ্ভাবন করা (একটা উপায় ভাবো)।
[< সং. ভাবি]।
ভাবানো ক্রি. বি. চিন্তিত বা উদ্বিগ্ন করা (ভাবিয়ে তোলা, ওকে এত ভাবাচ্ছ কেন?)।
Leave a Reply