ভাব [ bhāba ] বি.
১. মানসিক অবস্হা (ভাবান্তর);
২. অস্তিত্ব, সত্তা;
৩. অভিপ্রায়;
৪. জন্ম, উত্পত্তি, সৃষ্টি;
৫. স্বভাব, প্রকৃতি (পাশ্চাত্য ভাবাপন্ন);
৬. প্রীতি, প্রণয়, সুসম্পর্ক (দুজনের মধ্যে বেশ ভাব আছে);
৭. প্রকার, রকম (সম্পূর্ণভাবে, একভাবে);
৮. নিগূঢ় অর্থ, অন্তরের কথা, মর্ম (কবিতার ভাব);
৯. চিন্তা, ধ্যান (ভাবমগ্ন);
১০. ভক্তি, আবেগ (ভাবে বিভোর);
১১. অনুভূতির গভীরতা বা আধিক্য, হৃদয়াবেগ, emotion.
[সং. √ ভূ + অ]।
Leave a Reply