ভাঙানো [ bhāṅānō ] ক্রি. বি.
১. দূর করা, ঘুচানো (ভয় ভাঙানো, ঘুম ভাঙানো);
২. খুচরো করা (টাকা ভাঙানো);
৩. ভাংচি দেওয়া (মন ভাঙানো);
৪. কাজে লাগিয়ে বা ব্যবহার করে সুবিধা পাওয়া (বাপের নাম ভাঙিয়ে সুবিধে আদায় করেছে)।
[বাং. ভাঙা + আনো]।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply