ভয় [ bhaẏa ] বি. বিপদের জন্য বা বিপদের সম্ভানায় যন্ত্রণাময় মানসিক প্রতিক্রিয়া; ভীতি, শঙ্কা।
[সং. √ ভী + অ]।
ভয় করা, ভয় খাওয়া ক্রি. বি. ভীত হওয়া।
ভয় জন্মানো ক্রি. বি. ভয়ের সৃষ্টি হওয়া; ভীত করা।
ভয়তরাসে বিণ. একটুতেই ভয় পায় এমন (ভয়তরাসে লোক)।
ভয় ভাঙা ক্রি. বি. ভয় দূর করা বা হওয়া।
ভয়ে কেঁচো – ভয়ে একেবারে জড়সড়।
Leave a Reply