ভক্ষক [ bhakṣaka ] বিণ. বি. যে ভক্ষণ করে বা খায় (যে রক্ষক, সে-ই ভক্ষক)।
[সং. √ ভক্ষ + অক]।
ভক্ষণ বি. খাওয়া, ভোজন (একবেলা তণ্ডুল ভক্ষণ)।
ভক্ষণীয়, ভক্ষ্য বিণ. খাওয়া বা ভোজন করা উচিত্ এমন, ভোজ্য।
ভক্ষিত বিণ. খাওয়া হয়েছে এমন।
ভক্ষ্যাবশেষ বি. খাওয়ার পরে যা অবশিষ্ট থাকে।
ভক্ষ্যাভক্ষ্য বি. খাদ্য ও অখাদ্য, খাওয়ার উপযুক্ত ও অনুপযুক্ত খাদ্য।
☐ বিণ. খাওয়ার যোগ্য ও অযোগ্য।
Leave a Reply