ভক্ত [ bhakta ] বিণ.
১. ভক্তিমান (মাতৃভক্ত);
২. পূজা করে এমন (কালীভক্ত);
৩. প্রীতিযুক্ত (চায়ের ভক্ত)।
☐ বি. ভক্তিমান বা প্রীতিযুক্ত ব্যক্তি।
[সং. √ ভজ্ + ত]।
ভক্তবৎসল বিণ. ভক্তের প্রতি অনুরক্ত।
ভক্তবাঞ্ছাকল্পতরু বি. বিণ. যিনি স্বর্গের কল্পতরুর মতো ভক্তের সমস্ত কামনা পূরণ করেন।
ভক্তবিটেল বিণ. কপট; ভক্তের ভান করে এমন।
ভক্তাগ্রগন্য বিণ. ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ বা প্রধান।
Leave a Reply