ভঙ্গ [ bhaṅga ] বি.
১. ভেঙে যাওয়া (ঊরুভঙ্গ, ধনুর্ভঙ্গ);
২. রক্ষা বা পালন না করা (প্রতিশ্রুতিভঙ্গ);
৩. লঙ্ঘন (চুক্তিভঙ্গ, বিশ্বাসভঙ্গ);
৪. নষ্ট হওয়া (স্বাস্হ্যভঙ্গ);
৫. সমাপ্তি (সভাভঙ্গ);
৬. বক্রতা (ত্রিভঙ্গ);
৭. ভঙ্গি (ভ্রুভঙ্গ, তরঙ্গভঙ্গ);
৮. পরাজিত হয়ে পালানো (রণে ভঙ্গ দেওয়া);
৯. বাধা বা ব্যাঘাত (ধ্যানভঙ্গ);
১০. বিশৃঙ্খলা (ছত্রভঙ্গ)।
[সং. √ ভন্জ্ + অ]।
বিণ. ভগ্ন।
ভঙ্গকুলীন বি. কৌলিন্যের বিধি বা নিয়ম যে-কুলীন লঙ্ঘন করেছে।
ভঙ্গপয়ার বি. পয়ার ছন্দের রকমফেরবিশেষ।
ভঙ্গপ্রবণ বিণ. সহজেই ভেঙে যায় এমন, ভঙ্গুর, পলকা, ঠুনকো।
Leave a Reply