ভজা [ bhajā ] ক্রি.
১. ভজনা করা, উপাসনা করা;
২. তোষামোদ করা (ওপরওয়ালাকে ভজাতে চেষ্টা করছে)।
☐ বি. উক্ত দুই অর্থে।
☐ বিণ. ভজনাকারী (কর্তাভজা)।
[সং. ভজ্ + বাং. আ]।
ভজানো ক্রি.
১. উপাসনা বা ভজনা করানো;
২. সাক্ষ্যপ্রমাণ দিয়ে প্রতিপন্ন করানো;
৩. তোষামোদ করে রাজি করানো বা স্বপক্ষে আনা।
☐ বি. উক্ত সব অর্থে।
☐ বিণ. উপাসনা করানো হয়েছে এমন; ফুসলানো হয়েছে এমন।
Leave a Reply