রত্ন [ ratna ] বি.
১. মণিমাণিক্যাদি বহুমূল্য মণিমুক্তা;
২. (আল.) শ্রেষ্ঠ বস্তু, কোনো শ্রেণি বা জাতির মধ্যে যা শ্রেষ্ঠ বা উত্কৃষ্ট (রমণীরত্ন, ভারতরত্ন);
৩. সমুদ্রমন্হনে লব্ধ লক্ষ্মী-কৌস্তুভ-পরিজাত ইত্যাদি চোদ্দোটি অমূল্য ও অলৌকিক বস্তু।
[সং. √ রম্ + ন]।
রত্নখচিত বিণ. মণিমাণিক্যাদি দিয়ে সাজানো, মণিময়।
রত্নগর্ভ বিণ. মধ্যে রত্ন আছে এমন রত্নময়।
☐ বি. সমুদ্র।
রত্নগর্ভা বিণ. (স্ত্রী.) অসাধারণ গুণবান সন্তানের জননী।
☐ বি. পৃথিবী।
রত্নগিরি বি. সুমেরু পর্বত।
রত্নজীবী (-বিন্) বিণ. মণিকার, রত্নব্যবসায়ী।
রত্নদ্বীপ বি. প্রবালদ্বীপ।
রত্নপ্রভ বিণ. রত্নের মতো দীপ্তিশালী বা উজ্জ্বল।
রত্নপ্রভা বি. হীরা-মাণিক্যাদির দীপ্তি বা ঔজ্জ্বল্য।
☐ বিণ. (স্ত্রী.) রত্নের মতো উজ্জ্বল বা দীপ্তিযুক্ত।
রত্নপ্রসবিনী, রত্নপ্রসূ বিণ. (স্ত্রী.)
১. রত্ন প্রসব করে এমন, মণিমাণিক্যাদি উত্পাদনকারিণী, রত্নগর্ভা;
২. (আল.) সুসন্তানবতী।
রত্নবনিক বি. মণিমুক্তার কারবারি, মণিকার, জহরি।
রত্নভাণ্ডার বি. প্রচুর রত্নের আধার।
রত্নমণ্ডিত – রত্নখচিত -র অনুরূপ।
রত্নময় বিণ. ১. রত্নপূর্ণ; ২. রত্নদ্বারা নির্মিত বা গঠিত।
স্ত্রী. রত্নময়ী।
রত্নসূ বিণ. (স্ত্রী.) রত্নপ্রসবিণী।
রত্নাকর বিণ.
১. রত্নের খনি;
২. সমুদ্র;
৩. (রামায়ণে বর্ণিত) বাল্মীকির পূর্বনাম।
রত্নাবলী বি.
১. রত্নসমূহ;
২. রত্নহার;
৩. সংস্কৃত নাট্যগ্রন্হবিশেষ।
রত্নাভরণ, রত্নালংকার বি. জড়োয়া গৃহনা, রত্নখচিত গহনা।
Leave a Reply