রূপ [ rūpa ] বি.
১. মূর্তি, শরীর (‘অরূপের রূপ দিক’: রবীন্দ্র);
২. আকৃতি, চেহারা (নবরূপে অবতীর্ণ);
৩. সৌন্দর্য, শ্রী, শোভা (রূপের জৌলুশ);
৪. প্রকার, রকম, ধরন (এরূপ (ঘটনা, কীরূপ);
৫. বর্ণ, রং (‘কাল রূপ ছাড়া আন রূপ দেখব না’);
৬. (ব্যাক.) শব্দমূলের বা ধাতুমূলের সঙ্গে বিভক্তিযোগ (শব্দরূপ, ধাতুরূপ);
৭. (দর্শনে) দৃষ্টিসাধ্য বা প্রত্যক্ষ বিষয়।
☐ বিণ. তুল্য; অভিন্ন (স্নেহরূপ বন্ধন)।
[সং. √ রূপ্ + অ]।
রূপকার বি.
১. রূপদাতা;
২. শিল্পী;
৩. যে-ব্যক্তি (প্রধানত অভিনেতাদের) পোশাক পরায়, সজ্জাকার।
রূপচর্চা বি. সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার বা বাড়াবার জন্য দেহচর্চা বা প্রসাধনচর্চা।
রূপজ বিণ. রূপজনিত।
রূপদক্ষ বিণ.
১. রূপধারণে দক্ষ;
২. রূপদানে বা রূপায়িত করতে দক্ষ শিল্পী, artist.
রূপধারণ বি.
১. মূর্তিপরিগ্রহ;
২. (প্রধানত অভিনয়ের বা ছদ্মবেশের) পোশাক পরিধান।
রূপধারী (-রিন্) বিণ. রূপধারণ করছে এমন।
রূপবান (-বত্), (বাং.) রূপবন্ত বিণ. সুন্দর, রূপ আছে এমন।
স্ত্রী. রূপবতী।
রূপভেদ বি. ভিন্ন প্রকার অন্য রূপ বা রকম।
রূপমাধুরী বি. সৌন্দর্যের কমনীয়তা।
রূপমোহ বি. সৌন্দর্যের প্রতি অন্ধ আকর্ষণ; রূপবিহ্বলতা।
রূপসজ্জা বি.
১. সাজগোজ;
২. অভিনয়াদির জন্য সাজসজ্জা।
রূপের ডালি প্রচুর সৌন্দর্যের আধার; অত্যন্ত রূপবান বা রূপবতী।
রূপের ধুচুনি (ব্যঙ্গে) অত্যন্ত কুরূপ।
Leave a Reply