রৌপ্য [ raupya ] বি. ধাতুবিশেষ, রুপো, রজত।
[সং. রূপ্য + অ]।
রৌপ্য জয়ন্তী বি. পঁচিশ বত্সর পূর্ণ হওয়ার উত্সব বা অনুষ্ঠান।
রৌপ্যময় বিণ. রুপোর তৈরি।
রৌপ্যমুদ্রা বি. রৌপ্যনির্মিত মুদ্রা, silver coin.
রৌপ্যমূল্যে ক্রি-বিণ. দাম-বাবদ রুপো বা টাকা দিয়ে, রুপো বা টাকার বিনিময়ে।
রৌপ্যালংকার বি. রুপোর গয়না।
Leave a Reply